রাজশাহীতে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধের

রাজশাহীর পবায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের চাপায় নুর মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর মন্ডল দামকুড়া থানাধীন হরিপুর গ্রামের মৃত এফসুদের ছেলে।
দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি বাস নুর মন্ডলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: