রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

মোহনপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন


প্রকাশিত:
১৯ জুলাই ২০২০ ২৩:৫৬

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৭:৫৭

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন। ছবি: প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে বৃক্ষরোপন অভিযান পরিচালনা করেছেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ স্লোগানে রোববার (১৯ জুলাই) বেলা ১১ টার সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস কম্পাউন্ডে ৩ টি ফলদ গাছ লাগিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন।

গাছ লাগানো শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী ৪৪ জন সদস্যের মাঝে ১০০টি ফলদ গাছ বিতরণ করা হয়েছে। গাছগুলি ভাতাভোগী আনসার সদস্যদের নিজস্ব জমি, ক্লাব সমিতি ও রাস্তার পাশে লাগানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গাছ বিতরনের সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা প্রশিক্ষক আঃ জব্বার, কামরুন নেসাসহ ভাতাভোগী আনসার সদস্যগণ।

 

আরপি/আআ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top