রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

এবার রাজশাহীতে করোনায় যুবকের মৃত্যু


প্রকাশিত:
৭ জুলাই ২০২০ ২১:৪১

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ২০:৩৫

রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)

করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শহিদুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত শহিদুল রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার ভোলাবাড়ি এলাকার সব্দর আলীর ছেলে। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

আরোও পড়ুন:সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই

তিনি জানান, করোনা পজিটিভ শহিদুল গত ২ জুন রামেক হাসপাতালে ভর্তি হন। এ সময় তাকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন। শহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করবে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে রাজশাহীতে এ নিয়ে করোনায় ১৩ জনের মৃত্যু হলো। সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহীতে ১ হাজার ২০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৫ জন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top