রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

আরএমপি’র অভিযানে বিভিন্ন অপরাধে আটক ৬


প্রকাশিত:
১ জুলাই ২০২০ ০২:৫৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪১

ফাইল ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে মোট ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ মঙ্গলবার (৩০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরএপি’র মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।

বিভিন্ন সময় পরিচালিত অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ২ জন ও কর্ণহার থানা ৩ জনকে আটক করে। এদের যার মধ্যে ০১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও অন্যান্য অপরাধে ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।

 

আরপি/এমএএইচ-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top