রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

আদমদীঘিতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ভিক্ষুকদের মাঝে দোকান ও ছাগল প্রদান


প্রকাশিত:
২৬ জুন ২০২০ ০৪:৩৫

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৯:২৯

আদমদীঘিতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ভিক্ষুকদের মাঝে ছাগল প্রদান

বগুড়ার আদমদীঘিতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত টাকা দিয়ে ২১জন ভিক্ষুকদের মাঝে ৮৪ টি ছাগল বিতরণ এবং ৪ জনকে ২৫ হাজার টাকা করে এক লক্ষ টাকা দিয়ে দোকান করে দেয়া হয়েছে।

বুধবার বিকেল ৬ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিক্ষুক পুনর্বাসনের দোকান ও ছাগল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আদমদীঘি সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন, মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে মোট ২৯ জন ভিক্ষুককে দোকান করার জন্য নগদ টাকা ও ছাগল প্রদান করা হয়েছে।

 

আরপি/এমএএইচ-০৫

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top