রাজশাহীতে বেড়েই চলছে করোনা সংক্রমণ

রাজশাহী জেলায় একদিনে করোনাভাইরাসে সংক্রমিত বেড়েছে ২৭ জন। একই সময় মারা গেছেন আরো একজন। এদিকে সুস্থ্য হয়েছেন তিনজন। বৃহস্পতিবার সকালে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭ জন। এ নিয়ে রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। এর মধ্যে নগরীতে আক্রান্ত বেড়ে দিয়েছে ২৩০ জন। এছাড়াও জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৬৮ জন।
ডা. এনামুল হক বলেন, রাজশাহীতে করোনায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরে ২৩০ জন। এছাড়াও বাঘায় ১৫ জন, চারঘাটে ১৫ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুর ৭ জন, বাগমারায় ১৩ জন, মোহনপুরে ২৩ জন, তানোরে ১৭ জন, পবায় ২৩ জন ও গোদাগাড়ীতে ২ জন।
এখন পর্যন্ত সরকারি হিসেবে মারা গেছেন নগরীতে তিনজন, বাঘায় একজন, চারঘাটে একজন, মোহনপুরে একজন ও পবায় একজন।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬৮ জন। এর মধ্যে নগরের ১৫ জন, বাঘায় চারজন, চারঘাটে সাতজন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় পাঁচজন, মোহনপুরে পাঁচজন, তানোরে ১৩ জন, পবায় ছয়জন ও গোদাগাড়ীতে একজন।
১ মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ২০৫৫ জন। ছাড়পত্র দেয়া হয়েছে ২০৪৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ১১ জন। তবে গত ২৪ ঘন্টায় কাউকে কোয়ারেন্টিনে নেয়া হয়নি।
আরপি/এমএএইচ-০২
আপনার মূল্যবান মতামত দিন: