রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

নগরীতে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বাতিলের দাবিতে মানববন্ধন


প্রকাশিত:
২৬ জুন ২০২০ ০৩:২৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৩:১০

ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২৫ জুন) বেলা এগারটায় নগরীর সাহেব বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিপ্লবী ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাসদ-সিপিবি, গণসংহতি আন্দোলনসহ প্রগতিশীল শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়।

বক্তব্যে সংগঠনগুলোর নেতারা বলেন, এটি মন্ত্রী ও ভিআইপিদের স্বার্থ রক্ষার আইন। আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। এ আইনকে বিলুপ্ত করে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে।

এ আইনে আটক রংপুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলামিস্ট ও সাংবাদিকদের মুক্তির দাবিও করেন তারা।

 

আরপি/এমএএইচ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top