রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

চারঘাটে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র ফেরত আরো একজন করোনা শনাক্ত


প্রকাশিত:
৭ জুন ২০২০ ০৪:০৯

আপডেট:
৭ জুন ২০২০ ০৪:০৯

ছবি: প্রতীকী

রাজশাহীর চারঘাট উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফেরত আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডা: আতিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নতুন করোনা শনাক্ত ঐ ব্যাক্তির নাম মুনসুর রহমান। তিনি উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ট্রাক ড্রাইভার হিসাবে কর্মরত ছিলেন তিনি।

মুনসুর রহমান করোনা উপসর্গ নিয়ে ২৪ মে চারঘাট নিজ বাড়িতে ফিরে আসেন। ০২ জুন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করে ০৪ জুন পরীক্ষার জন্য রাজশাহীতে প্রেরণ করা হয়। আজকে ০৬ জুন রাজশাহীর ল্যাবে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তিনি এখন নিজ বাড়িতে অবস্থান করছেন।

এ বিষয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডা: আতিকুল হক জানান, মুনসুর রহমান করোনা পজিটিভ। চারঘাটে সর্বমোট ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

 

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top