রাজশাহীর মোহনপুর
অচেতন তাবলীগ সদস্যদের থেকে টাকা নিয়ে উধাও খাদেম

রাজশাহীর মোহনপুরে একটি মসজিদে রাতের খাবার খেয়ে তাবলীগ জামায়াতের ১৯ সদস্য অচেতন হয়। পরে বুধবার সকালে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন সুস্থ আছেন বলে জানা গেছে।
তাদের উদ্ধার কাজ করছেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামানসহ মোহনপুর থানা পুলিশ। জানা গেছে, ইতোমধ্যে তাদের খেদমতে থাকা এক সদস্য টাকা-পয়সা নিয়ে পালিয়েছেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার কেশরহাট পৌর এলাকার তিলাহারি পশ্চিম পাড়া মসজিদে ছাত্রদের এ জামাতটি ঢাকা থেকে কয়েক দিন আগেই আসে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে খাবারের ডালের সাথে চেতনানাশক পাউডার মিশিয়ে তাদেরকে খাওয়ানো হয়। এতে তারা অচেতন হয়। তবে চিকিৎসকরা সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, অজ্ঞানের শিকার তাবলীগ জামায়াতের ১৯ সদস্য এখন সুস্থ আছেন। ঘুম কেটে গেলেই তারা স্বাভাবিক হয়ে যাবেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাক আহমেদ বলেন, উদ্ধার কাজে পুলিশ পাঠানো হয়েছে। চিকিৎসার ব্যবস্থাসহ ঘঠনা রহস্য উদঘাটনে কাজ চলছে।
আরপি/এসআর
বিষয়: রাজশাহী মোহনপুর তাবলীগ অচেতন অবস্থা
আপনার মূল্যবান মতামত দিন: