চারঘাটে আরেকজন করোনা রোগী শনাক্ত

রাজশাহীর চারঘাট উপজেলায় নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনা আক্রান্ত ব্যাক্তির নাম রমজান আলী। তিনি উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের রায়পুর গ্রামের একরামুল হকের ছেলে। ঢাকায় ড্রাইভার হিসাবে কর্মরত ছিলেন তিনি। গত ২১ মে ঈদ উদযাপন করতে বাড়িতে এসে অসুস্থ হয়ে গেলে ২৮ মে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
এদিকে চারঘাট উপজেলায় করোনা সন্দেহে সর্বমোট ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে আজকের রোগীসহ সর্বমোট দুজন করোনা রোগী শনাক্ত হলো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান জানান, আজকে চারঘাটের ০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ঢ়াকা ফেরত রমজান আলী করোনা শনাক্ত হয়েছেন। এতে চারঘাট উপজেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা হলো ০২ জন।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: