এবার রাজশাহী নগরে করোনা রোগী শনাক্ত

রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে শুক্রবার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৬টি নমুনার ফলাফল এসেছে। সেখানে চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন আক্রান্ত চারজনের মধ্যে একজন রাজশাহী মহানগর এলাকার। বাকি তিনজন নওগাঁ জেলার বলে জানান গেছে।
ল্যাব সূত্রে জানা গেছে, রাজশাহী নগরে প্রথম করোনায় আক্রান্ত হয়েছেন একজন নারী। তার নাম উম্মে কুলসুম (৫০)। তার বাড়ি নগরের ২৬ নং ওয়ার্ডে উপরভদ্রা এলাকায়। এ নিয়ে রাজশাহী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।
এদিকে, করোনা আক্রান্ত অপর তিনজনের বাড়ি নওগাঁ জেলায়। এরা হলেন, আখতারুজ্জামান (৩৫), মঞ্জিল হোসেন (৩৫) ও ফারিহা (৩)।
আপনার মূল্যবান মতামত দিন: