রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১

রাজশাহীতে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত


প্রকাশিত:
৫ মে ২০২০ ০৩:৪৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:১৮

প্রতীকী ছবি

রাজশাহীর তানোর উপজেলায় যে দুইজন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে তাদের একজন পুলিশ কনস্টেবল ও অপরজন ওই থানার পরিচ্ছন্নতা কর্মী। সোমবার রাজশাহীর করোনা পরীক্ষা ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। রাজশাহীতে কোনো পুলিশ সদস্য করোনায় আক্রান্তের ঘটনা এটাই প্রথম।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, আক্রান্তদের দুইজন থানার স্টাফ। একজন কনস্টেবল, অন্যজন পরিচ্ছন্নতাকর্মী। তাদের করোনা পজিটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফোনে জানিয়েছেন। বিষয়টি নিয়ে উধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, থানার সংশ্লিষ্টদের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তি করণীয় নিয়ে আলোচনা চলছে।

আরোও পড়ুন:গোদাগাড়ীতে করোনার মধ্যে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top