রামেক হাসপাতালের মর্গে অজ্ঞাত ব্যক্তির লাশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে ৫ দিন ধরে পড়ে আছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ। হাসপাতাল ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী, মৃতের নাম কলিমুদ্দিন (৫০)। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। তবে তার গ্রামের নাম জানা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল মোবারক নামে একজন ঐ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন। এরপর তিনি ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ২৯ এপ্রিল হার্টের সমস্যাজনিত কারণে তার মৃত্যু ঘটে। এরপর থেকেই হাসপাতালের মর্গে রয়েছে ওই ব্যক্তির লাশ।
হাসপাতালে দায়িত্বরত রাজপাড়া থানা পুলিশের সদস্য প্রবীর কুমার নন্দ বলেন, সারা বাংলাদেশের সমস্ত থানায় জানানো হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি বা কেউই খোঁজ করেনি। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। স্বজনদের খোঁজ পেলে রাজশাহীর রাজপাড়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
আরপি/ এমবি
আপনার মূল্যবান মতামত দিন: