রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

হাইকোর্টের নির্দেশনা

রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০টি এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৯

আপডেট:
৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫১

এজলাসে জাতির পিতার ছবি

রাজশাহী জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হয়েছে। এ আদালতের ১০টি এজলাস কক্ষে এমনভাবে ছবি টাঙানো হয়।

২৮ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উচ্চ আদালতসহ সকল অধঃস্তন আদালতে টাঙানোর নির্দেশ দেন। দুই মাসের মধ্যেই তা কার্যকর করতে বলা হয়। এ নির্দেশনা অনুসারে এসব ছবি টাঙানো হলো।

বুধবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার আদালত কক্ষে ছবি টাঙানোর কাজ তদারকি করেন।

গত ২৮ আগস্ট হাইকোর্টের বিচারপতি এফ.আর.এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ জাতির পিতার ছবি উচ্চ আদালতসহ সকল অধঃস্তন আদালতে টাঙানোর নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০টি এজলাস কক্ষে ছবি টাঙানো হয়। ছবি টাঙানোর বিষয়টি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রীম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। রিট আবেদন শুনানীকালে হাইকোর্ট আগামী দুই মাসের মধ্যে উচ্চ আদালতসহ দেশের সকল আদালত কক্ষে জাতির পিতার ছবি টাঙিয়ে হাইকোর্ট বিভাগে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। নির্দেশনা মেনে রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাতির পিতার ছবি টাঙানো হলো।

 

স/শা



আপনার মূল্যবান মতামত দিন:

Top