রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

মোহনপুরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২০ ০৪:৪১

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৩:৩০

 
রাজশাহীর মোহনপুরে কলেজছাত্রীকে ধর্ষণের নগ্নছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির মামলায় আশরাফুল নামে এক যুবককে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ। আশরাফুল কেশরহাট পৌর এলাকার হরিদাগাছি গ্রামের ময়েজ উদ্দিন মোল্লার ছেলে।
 
আজ শনিবার (১৮ এপ্রিল) ধর্ষনের শিকার কলেজ ছাত্রীকে শারীরিক পরিক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালপাড়া গ্রামের এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ের সাথে একই উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের বাড়ইপাড়ার ময়েজ উদ্দিন মোল্লার ছেলে রাজশাহী বরেন্দ্র কলেজের অনার্স পড়ুয়া ছাত্র আশরাফুল ইসলাম (২৫) প্রায় দুই বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়েন। প্রেমের সূত্র ধরে বিয়ের প্রলোভনে ২০১৯ সালের ১৮ জুন ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে। এসময় সে তার ব্যবহৃত স্মার্টফোনে ধর্ষণের নগ্নছবি ও ভিডিও ধারণ করে। ওই ছাত্রী নিজের সম্মানের চিন্তা করে বিষয়টি চেপে যান। এতদিন কোনো আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিলে আশরাফুল ধর্ষণের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
 
গত শুক্রবার রাতে ছাত্রী বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই আশরাফলকে গ্রেফতার করে। তথ্য অনুযায়ী ভিডিও এবং নগ্নছবি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কলেজছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আশরাফুলকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
 
আরপি/ এএন


আপনার মূল্যবান মতামত দিন:

Top