রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

এবার রাজশাহীর মোহনপুরে নারীসহ বিভাগের ৫ রোগী করোনা পজেটিভ


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২০ ০১:৫৬

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০২:০৩

প্রতীকি ছবি

রাজশাহীর মোহনপুরে এক নারীসহ বিভাগের ৫ রোগী করোনা পজেটিভ বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে সর্বমোট ৮৪টি নমুনা পরীক্ষা করে ৫ জনের পজেটিভ পাওয়া যায় বলে নিশ্চিত হওয়া গেছে।

রাজশাহী মেডিক্যাল কলেজের একটি সূত্র নিশ্চিত করেছে, করোনা আক্রান্ত মোহনপুরের ওই নারীর বয়স ২৪ বছর। তার বাড়ি এরই মধ্যে লকডাউন করতে বলা হয়েছে প্রশাসনকে।

এছাড়াও বিভাগের আট জেজলার মধ্যে পাবনায় একজন, বগুড়ায় একজন এবং জয়পুরহাটে দুইজন ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ হয়েছে বলে নমুনায় ধরা পড়েছে।

রাজশাহী ছাড়া এই তিনটি জেলায় প্রথম করোনা সংক্রান্ত প্রথম রোগীর সন্ধান পওয়া গেলো। এর আগে বগুড়া হাসপাতাল থেকে পাঠানো এক রোগীর করোনা পজেটিভ পাওয়া গেলেও সেই রোগীর বাড়ি রংপুরে। ফলে এই প্রথমে বগুড়াতে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেলো।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top