রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

আজ রাতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় ধেয়ে আসতে পারে কালবৈশাখী ঝড়


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২০ ০১:৪৫

আপডেট:
৬ মে ২০২৪ ১০:৩৫

প্রতীকি ছবি

আজ রাতে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের আশংকা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে রুদ্ররূপ ধারণ করছে প্রকৃতি। প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঝড় ও বজ্র বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে চলতি প্রাক-মৌসুম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা।

জলবায়ু বিশেষজ্ঞ বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতি রুদ্ররূপে আবির্ভূত হয়েছে। যখন বৃষ্টি হওয়ার কথা নয়, তখন বৃষ্টি হচ্ছে। নানা দুর্যোগও তৈরি হচ্ছে।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top