রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

আকস্মিকভাবে দুর্গাপুরে জেলা প্রশাসকের অভিযান


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২০ ১৯:৩৯

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২২:২৫

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আকস্মিক অভিযান চালিয়েছেন জেলা প্রশাসক হামিদুল হক। শুক্রবার সন্ধ্যায় তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় যান এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখতে ও অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতেও নির্দেশ দেন। এ সময় সরকারি আদেশ অমান্য করে চায়ের স্টল খোলা রাখায় উপজেলার বেড়া গ্রামের এক ব্যাক্তিকেও সতর্ক করেন তিনি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, জেলা প্রশাসক মহোদয় নিয়মিত কার্যসূচীর অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার সার্বিক পরিস্থিতি মনিটরিং করতে শুক্রবার সন্ধ্যায় আকস্মিক পরিদর্শনে আসেন। সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।


এদিকে, জেলা প্রশাসকের আকস্মিক অভিযানের সময় ইউএনও মহসীন মৃধা ছাড়াও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা, অন্যান্য সরকারি কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top