রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

মোহনপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইউএনও’র বাজার মনিটরিং


প্রকাশিত:
২৩ মার্চ ২০২০ ১৭:১৩

আপডেট:
২৩ মার্চ ২০২০ ২০:০৩

বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন

 

নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) কারণে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে রাজশাহী মোহনপুর উপজেলা সদর বাকশিমইল বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন।

গতকাল রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাকশিমইল বাজারের সকল কাঁচা বাজার,চাল ও মুদি দোকানের ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,করোনার এর অজুহাত দেখিয়ে চাল,ডাল,তেল,পেয়াঁজ,চিনি,লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে বৃদ্ধি করা যাবে না। দোকানে রাখা চার্ট অনুযায়ী সকল পণ্যে বিক্রয় করতে হবে। প্রয়োজনের বেশি পণ্য বিক্রয় করা যাবে না।

আরোও পড়ুন: করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১৬ জন

এ সকল নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি দোকানের কর্মচারীদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন। বৈশ্বিক এ দূর্যোগ দুর করতে সচেতনতার কোন বিকল্প নেই জানান ইউএনও।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top