রাজশাহী মহানগর পুলিশের অভিযানে আটক ৪৭ জন

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী ও মাদকদ্রব্যসহ ৪৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৭ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে, বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৬ জন, মতিহার থানা ৮ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ শরিফুল ইসলাম শরিফকে (৩৫) ১৩ গ্রাম হেরোইন সহ আটক করে, অন্তর (১৯) ও আরিফ হোসেনকে (১৯) ৪১ গ্রাম হেরোইন সহ আটক করে, মাইনুল হোসেন (১৯) ও সোহানকে (১৯) ৩৯ গ্রাম হেরোইন সহ আটক করে, সেলিনা বেগম সেলিকে (২৮) ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। মতিহার থানা পুলিশ রানাকে (৩০) ৫ গ্রাম হেরোইনসহ আটক করে, তৌহিদ হোসেনকে (৩০) ৬ গ্রাম হেরোইন সহ আটক করে, রাজন আলীকে (২৪) ৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ রাকেশ আলীকে (২২) ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে এবং ডিবি পুলিশ বেলাল হোসেনকে(৩৮) ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আরপি/ এআর
বিষয়: আরএমপি অভিযানে আটক রাজশাহী
আপনার মূল্যবান মতামত দিন: