জাপা থেকে শাহাবুদ্দিন বাচ্চু পদত্যাগ করায় মিষ্টি বিতরণ

সাহাবুদ্দীন বাচ্চু রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতির পদ থেকে পদত্যাগ করায় মিষ্টি বিতরণ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর গণকপাড়াস্থ মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ হয়।
এসময় রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিমসহ মহানগর জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন:ক্ষোভে পদত্যাগ করলেন জাপা সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু
এবিষয়ে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম বলেন, বাচ্চুর পদত্যাগে ত্যাগী নেতাকর্মীরা আনন্দিত। আনন্দে মিষ্টি বিতরণ হয়েছে। এবার রাজশাহী মহানগর জাতীয় পার্টি যোগ্য নের্তৃত্ব পেয়ে এগিয়ে যাবে এবং পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবে।
তবে বাচ্চুর পদত্যাগে একদিকে মিষ্টি বিতরণ হলেও তিনি ফেসবুকে মন্তব্য করেছেন, সাহাবুদ্দীন বাচ্চুর কোনো পদ-পদবী ছিলনা। তার পদত্যাগের বিষয়টি নাটকীয় ও হাস্যকর বলেও তিনি দাবি করেছেন।
আরপি/এমএইচ
বিষয়: জাতীয় পার্টি রাজশাহী মিষ্টি বিতরণ
আপনার মূল্যবান মতামত দিন: