রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

নওগাঁয় এক গাভী দিলো ৪ বাচ্চা!


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২০ ১০:৫০

আপডেট:
৬ জানুয়ারী ২০২০ ১০:৫৪

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলায় রফিকুল ইসলাম নামে এক কৃষকের একটি গাভি চারটি বাচ্চা জন্ম দিয়েছে। বিষয়টি জানাজানি হলে কৌতূহলী জনতা ভিড় করে তার বাড়িতে।

রোববার ভোররাতে উপজেলার ধামইরহাট ইউনিয়নের পশ্চিম রূপনারায়ণপুরের কৃষক রফিকুলের পালিত গাভি এই বাচ্চাগুলো জন্ম দেয়।

বর্তমানে বাচ্চাগুলো সুস্থ থাকলেও গাভিটি দাঁড়িয়ে থাকতে পারছে না। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমরান আলী এবং ভেটেরিনারি সার্জন রিনা রাণী ঘটনাস্থলে গিয়ে গাভি ও বাচ্চাগুলোর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

গাভির মালিক রফিকুল ইসলাম বলেন, আমার একটি ক্রস জাতের গাভি রোববার ভোররাতে একসঙ্গে চারটি বাচ্চা প্রসব করে। তিনটি এঁড়ে বাছুর এবং একটি বকনা বাছুর। গাভিটি গত বছরও একসঙ্গে দুটি বাচ্চা প্রসব করেছিল। তখন স্বাভাবিক ছিল। এবার বেশি অসুস্থ হয়ে পড়ল গাভিটি।

ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমরান আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে বাচ্চাগুলো দেখতে যাই। রোববার সকালে গাভি ও চারটি বাচ্চার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়েছে। বাচ্চাগুলো সুস্থ থাকলেও গাভিটি একসঙ্গে চারটি বাচ্চা প্রসব করায় দুর্বল হয়ে পড়েছে। এ ব্যাপারে ওই কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি আমরা।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top