রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

পুঠিয়াতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০১৯ ০৮:১৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৪৪

রাজশাহীর পুঠিয়াতে ট্রাকের ধাক্কায় আবু সালেক (৩৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এবং একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি বাগমারা তাহেরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং আহত দিপু নওগা মান্দা এলাকার ফেরদৌস আলীর ছেলে। তারা দুজনে মোটরসাইকেল আরোহী ছিলেন।
 
রবিবার দুপুর আড়াই টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর পোল্লাপুকুর নামক স্থানে এদুর্ঘটনা ঘটে। সে সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত দিপুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
 
স্থানীয় সূত্রে ও পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানা যায়, ঢাকা রাজশাহী মহাসড়কে অজ্ঞাত গাড়ী দ্রুতগতিতে যাওয়ার সময় উপজেলার বানেশ্বর এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনা স্থলেই আবু সালেক মারা যান। এবং গুরুতর আহত দিপুকে রামেক হাসপাতালে পাঠানো হয়।
 
 
আরপি/ এমএএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

Top