আবারো রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের আল্টিমেটাম

রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটিতে আন্দোলনের সাথে সম্পৃক্ত প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ায় অভিযোগে এই কমিটি ৩ দিনের মধ্যে বাতিলের আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজশাহীর ছাত্র সমাজ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় রাজশাহী কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনকালে এই আল্টিমেটাম দেওয়া হয়। বিক্ষোভকারীরা দাবি জানান, আন্দোলনের প্রকৃত নেতৃত্বকে বাদ দিয়ে বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।
তারা অভিযোগ করেন, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সরকার-সমর্থিত দল ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। জাসদের ছাত্র সংগঠনের নেতাদেরও গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই ধরনের কমিটি জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীরা কমিটি বাতিলের জন্য কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, রাজশাহীতে কোন পকেট কমিটি মানা হবে না। রাজশাহীতে শহীদ আলী রায়হান, শহীদ সাকিব আনজুমের উত্তরসূরীরা এখনো রাজপথ ছেড়ে যায়নি। আরো বলেন, অবিলম্বে এই কমিটিকে তিন দিনের মধ্যে বাতিল করতে হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের শিক্ষার্থী মোঃ হাফিজ সরকার, রাজশাহী কলেজ ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম, আন্দোলনে আহত রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী মোঃ মোস্তাকিমসহ অন্যান্য শিক্ষার্থীরা।
আরপি/ আআ
আপনার মূল্যবান মতামত দিন: