আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২ থানায় অফিস ইনচার্জদের (ওসি) রদবদল করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এক অফিস আদেশে তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেন।
অফিস আদেশে- আরএমপির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজকে বোয়ালিয়া মডেল থানায়, ডিবির পরিদর্শক মশিউর রহমানকে রাজপাড়ায়, শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেনকে চন্দ্রিমা থানায়, মহানগর কোর্ট পুলিশের পরিদর্শক আরিফুল ইসলামকে মতিহারে, পবা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবালকে কাটাখালী থানায়, এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাককে বেলপুকুর থানায়, সিটি এসবির পুলিশ পরিদর্শক নুরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায়, চন্দ্রিমা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমানকে দামকুড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোহা. মনিরুজ্জামানকে কর্ণহার থানায়, বেলপুকুর থানার ওসি মামুনুর রশিদকে শাহমখদুম থানায়, মতিহার থানার পরিদর্শক (তদন্ত) শাহিন আকতারকে এয়ারপোর্ট থানায় এবং ডিবির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে পবা থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে রাজপাড়া থানার ওসি রফিকুল হককে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: