রাজশাহী শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহী বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৫

আপডেট:
২৮ ডিসেম্বর ২০২৩ ১৮:০৫

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আরএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো নিশ্চিত কারা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত থানা গুলো মধ্যে চন্দ্রিমা থানায় সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে। মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৬ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

আরপি/ আইএইচ-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top