রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

অতিরিক্ত মূল্যে ডাব বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৩ ০৫:৪০

আপডেট:
৩ মে ২০২৪ ০২:৪৪

ছবি: অভিযান

রাজশাহীতে মাত্রাতিরিক্ত মূল্যে ডাব বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডেঙ্গুর অজুহাতে অধিক মূল্যে ডাব বিক্রি করায় তাদের থেকে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (২৭ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন এলাকায় খুচরা দোকানগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আরও পড়ুন: বিএনপির কমিটিতে পদ পেয়ে কপাল পুড়ল দুই আ.লীগ নেতার

প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুপুর সাড়ে ১২টায় নগরীর লক্ষ্মীপুর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুচরা দোকানগুলোতে অভিযান পরিচালনা করে। অভিযানে চারটি দোকানে ডাবের দাম বেশি রাখায় চারজন বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য খুচরা বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়।

জনস্বার্থে রাজশাহীর ডাবের বাজারে অসাধু ব‌্যবসায়ী‌দের বিরুদ্ধে তদার‌কিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম।

 

আরপি/এসআর-২১



আপনার মূল্যবান মতামত দিন:

Top