রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

গণহত্যা দিবসে রাসিকের উদ্যোগে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন


প্রকাশিত:
২৬ মার্চ ২০২৩ ০৬:২৭

আপডেট:
৬ মে ২০২৪ ০৫:৫৯

ছবি: মোমবাতি প্রজ্জ্বলন

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, মাননীয় মেয়রের একান্ত সহকারী সচিব এএইচএম আশিকুজ্জামান শাওন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, পরিবেশ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, ত্রাণ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, অডিটর সাখওয়াৎ-উল-ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ, নিরাপত্তা কর্মকর্তা মতিউর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top