পরিবার কল্যাণ পরিদর্শিকা পরীক্ষা উপলক্ষে আরএমপি’র নিষেধাজ্ঞা

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ পরীক্ষা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার দুপুরে আরএমপি পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্রসমূহ হলো : রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী, রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স, রাজশাহী, শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী।
আরপি/ এমএএইচ
বিষয়: আরএমপি আরএমপি’র নিষেধাজ্ঞা
আপনার মূল্যবান মতামত দিন: