রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

ঢাকায় হেরোইন নেওয়ার পথে গ্রেফতার নারী


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪২

আপডেট:
২ মে ২০২৪ ০৯:৪৬

ছবি: গ্রেফতার আসামি

রাজশাহীর গোদাগাড়ী থেকে অভিনব কায়দায় ঢাকায় হেরোইন নেওয়ার সময় এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার টিবি পুকুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নারীর নাম ফাতেমা বেগম (৪৫)। তিনি রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইনের নাসির আহম্মদের স্ত্রী।

ঘটনার বিবরণ দিয়ে রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম জানতে পারে, ঢাকাগামী বাসে এক যাত্রী গোদাগাড়ী থেকে হেরোইন বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

খবর পেয়ে রাত রাত ১১টায় গোয়েন্দা পুলিশের ওই টিম রাজপাড়া থানার টিবি পুকুর বাইপাস এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহজনক বাসকে সংকেত দিয়ে থামায়। বাসে অভিযান চালিয়ে আসামি ফাতেমা বেগমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হেরোইন আসামি গোদাগাড়ীর সেলিমের কাছ থেকে কিনে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top