রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

‘নানা প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন’


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৩ ০৯:০৫

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৪:০০

ছবি: আলোচনা সভা

নানা প্রতিকূলতার মধ্যেও উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশকে অনেক বেশি এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রাসিক ভবনের সিটি হল সভাকক্ষে এক আলোচনা সভায় মেয়র এসব কথা জানান।

রাসিকের কমিউনিটি ডেভেলপমেন্ট শাখা ও সিডিসি টাউন ফেডারেশনের আয়োজনে নগরীর ৩০টি ওয়ার্ডের সিডিসি ক্লাস্টার নেতৃবৃন্দের সাথে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, নারীর ক্ষমতায়ন, আত্নকর্মসংস্থান সৃষ্টিসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভিত্তিক এ প্রকল্পটি রাজশাহী মহানগরীতে খুব ভালোভাবে চলমান রয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটি অনুমোদন দিয়েছিলেন, সেটির মাধ্যমে উপকৃত হচ্ছেন বিশাল জনগোষ্ঠী।

রাসিক মেয়র বলেন, প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহ ঋণ প্রদান, ব্যবসায়িক অনুদান, শিক্ষা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। যার মধ্যে দিয়ে নিজেদের জীবনমান উন্নয়ন সম্ভব হয়েছে। প্রকল্প কার্যক্রম শেষ হলেও গঠিত তহবিল দিয়ে ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

রাজশাহীর অর্থনীতিকে এগিয়ে নিতে দুটি শিল্পাঞ্চলের কাজ এগিয়ে চলেছে। বিসিক-২ এর কাজ ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে, প্লট বরাদ্দের কাজ চলছে। সেখানে নারী উদ্যোক্তাদের জন্য পৃথক জোন রাখা হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সেখানে প্লট বরাদ্দে সহযোগিতা করা হবে। সন্তানদের হাতে কলমে শিক্ষায় উন্নত জ্ঞান অর্জন করানোর গুরুত্বারোপও করেন মেয়র লিটন।

রাজশাহী সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নীর সভাপতিত্বে সভায় প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান বক্তব্য দেন রাখেন।

অনুষ্ঠানে সিডিসি টাউন ফেডারেশনের কোষাধ্যক্ষ শাবানা খাতুনের সঞ্চালনায় সিএইচডিএফের সভাপতি সামিয়া হক, সিএইচডিএফের সেক্রেটারী মিতু হালদার, সিডিসি টাউন ফেডারেশনের সেক্রেটারি নাসরিন আক্তার আশা, সায়েরা খাতুন, ছবি, নাজমা, শাপলা, সুলতা, সোমা, কবরী প্রমূখ উন্মুক্ত আলোচনায় অংশ নেন। 

 

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top