রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

আরএমপির পাঁচ কর্মকর্তা পেলেন আইজি ব্যাজ


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৩ ২২:২১

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৭:৩৬

ফাইল ছবি

পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজ করায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ কর্মকর্তা পেয়েছেন ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’।

পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে তাদের ব্যাজ পরিয়ে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার রাতে আরএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আইজি ব্যাজ প্রাপ্তরা হলেন সাবেক আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম, পুলিশ পরিদর্শক কাওসার আলী, উপ-পুলিশ পরিদর্শক আবু হায়দার ও কনস্টেবল আতিকুর রহমান।

প্রসঙ্গত, এবছর ৪৫৮ জন পুলিশ সদস্যকে মোট ৬টি ক্যাটাগরিতে ‘Police Force Exemplary Good Service Badge-2022’ আইজি ব্যাজ ও প্রশংসাপত্র প্রদান করা হয়। আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে এবং কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হতে পুলিশ সদস্যদের এই পুরস্কারে ভূষিত করা হয়।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top