রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

রাজশাহী নগর পুলিশের পাঁচ থানায় রদবদল


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২২ ০৪:৪০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৬:৪৯

ফাইল ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ থানায় পুলিশ কর্মকর্তাদের রদবদল আনা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) আরএমপি হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, আরএমপির কাশিয়াডাঙ্গা থানার অফিসার (ওসি) ইনচার্জ এসএম মাসুদ পারভেজকে নগরীর চন্দ্রিমা থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে। চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেনকে ওসি হিসেবে বদলি করা হয়েছে নগরীর এয়ারপোর্ট থানায়। আর এয়ারপোর্ট থানার ওসি মশিউর রহমানকে ওসি হিসেবে বদলি করা হয়েছে কাশিয়াডাঙ্গা থানায়।

এদিকে, মতিহার থানার ইন্সপেক্টর (তদন্ত) আরিফুল ইসলামকে গোয়েন্দা শাখার ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলামকে মতিহার থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে আরও জানানো হয়, জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে তাদের নতুন কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top