জলাশয় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় জলাশয় থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের আনুমানিক বয়স ২০ থেকে ২৫ বছর।
শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের শিরামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন। তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নলডাঙা-সাধনপুর সড়কের বেড়িবাঁধ এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, লাশের মাথার বাম পাশে কাঁটা দাগ রয়েছে। গতকাল বা পরশু তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে হত্যা নাকি আত্মহত্যা তা আগেই বলা যাচ্ছে না।
সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
আরপি/এসআর
বিষয়: লাশ উদ্ধার পুঠিয়া
আপনার মূল্যবান মতামত দিন: