রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

সাংবাদিকের ওপর হামলা:বিএমডিএর দুই কর্মচারি কারাগারে


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৯

সংগৃহিত

রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই আসামীর জমিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দুই আসামী বিএমডিএ’র ভান্ডার রক্ষক মোহাম্মদ জীবন ও গাড়ি চালক আব্দুস সবুরকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করা হয়। এসময় তাদের আইনজীবি জামিনের আবেদন করে। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ফয়সাল তারেক।

পুলিশ জানায়, ভোর চারটার দিকে ঢাকার মোহম্মদপুর এলাকায় অবস্থিত বরেন্দ্র বহুমখি উন্নয়ন কর্তৃপক্ষের রেস্ট হাউজ থেকে আসামী জীবন ও সবুরকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। মামলা হওয়ার পর থেকে তারা সেখানে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশের একটি টিম তাদের গ্রেপ্তার করে।

এদিকে গত ৫ সেপ্টেম্বর বিএমডিএর কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সরাসরি সম্প্রচার চলা অবস্থায় এটিএন নিউজের দুই সাংবাদিক বুলবুল হাবিব ও রুবেল ইসলাম হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

আরপি/ এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top