রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

টেস্টের মূল্য ১০০ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলো ১৫ হাজার


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ০৪:৫৩

আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২২ ০৪:৫৬

সংগৃহিত

রোগীর কাছ থেকে টেস্টের মূল্য ১০০ টাকা বেশি রাখায় রাজশাহী নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে সিটি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল-মারুফ।

তিনি বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। ইইজি টেস্টের মূল্য তালিকায় ৮০০ টাকা লেখা থাকলেও তারা রোগীদের কাছ থেকে ৯০০ টাকা নিচ্ছিল। তাই ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরপি/এসএইচ ০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top