ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩ আহত ১০

ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ভাঙ্গা উপজেলায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা থানার ওসি কাজী শাহেদুর রহমান জানান, ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি নামক স্থানে সকাল সাড়ে ৮টার দিকে মাওয়া থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের সঙ্গে টেকেরহাট থেকে ফরিদপুরগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: