রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

রাবি আইন বিভাগের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু


প্রকাশিত:
৩০ জুলাই ২০২২ ২০:৩৮

আপডেট:
৩০ জুলাই ২০২২ ২১:৩১

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের রিক্তা আক্তারের (২১) নামের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাত ১২ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিক্তা আক্তার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া কুমারখালির জোতপাড়া গ্রামে।

রিক্তার সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, দুবছর আগে বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগে ইসতিয়াক রাব্বি নামের এক ছাত্রের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। কলেজ জীবন থেকেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। তারা দুজনই ব্যাচমেট। একবছর ধরে বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করছিলেন।

বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ‘ঘটনাটি শোনার পর রাতেই মেডিকেল গিয়েছিলাম। রিক্তার মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তার যেসব লক্ষণ দেখেছি তাতে এটি আত্মহত্যা মনে হয়নি। তবে আত্মহত্যা না কি হত্যা ময়নাতদন্তের পরে জানা যাবে।

দুঃখ প্রকাশ করে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান বলেন, রিক্তার মৃত্যুর খবর শুনে আমি রাজশাহী মেডিকেল কলেজের যাই। এ ঘটনার পুলিশি তদন্ত দাবি করছি। একজন শিক্ষার্থীর এমন অকালমৃত্যু কখনোই কাম্য নয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, রাত ১২টার দিকে রিক্তার স্বামীসহ আরও কয়েকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে জানানো যাবে।

আরপি/ এমএএইচ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top