রাজশাহী শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

বড়াল নদে ধরা পড়লো ৭ কেজির বোয়াল


প্রকাশিত:
২৮ জুলাই ২০২২ ০৮:০৩

আপডেট:
৯ মে ২০২৫ ২০:৫৫

ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাঘায় মৃতপ্রায় বড়াল নদে ধরা পড়লো ৭ কেজি ওজনে বোয়াল মাছ। সেই মাছ চার হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) স্থানীয়রা রুস্তপুর বাজারে এই মাছটি করে বিক্রি করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার রুস্তমপুর এলাকার শামীম হোসেন নামের এক ব্যক্তি মঙ্গলবার রাতে বড়াল নদে পাঁচা দিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি মাছ মারেন।

প্রতিনিয়ত রাতে শামীম হোসেন অনেকেই রাতে টস লাইটের আলোতে মাছ ধরেন। অনেকেই ছোট ছোট মাছ পেলেও ওইদিন রাতে এই মাছটি মারেন তিনি। পরের দিন সকালে রুস্তমপুর বাজারে নিয়ে আসেন তিনি। সেখানে কয়েকজন স্থানীয় লোক ৫৯৮ টাকা দরে প্রতিকেজি হিসেবে ক্রয় করেন ভাগ করে নেন।।

বিষয়টি নিশ্চিত করেন আড়ানী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন হোসেন বলেন, মাছটি বাজারের আনার সাথে সাথে ক্রয় করে নেয় স্থানীয়রা ।

আরপি/ এমএএইচ-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top