রাজশাহী শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪, ২৫শে কার্তিক ১৪৩১

রাজশাহী মহানগরীতে ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১


প্রকাশিত:
২৩ জুলাই ২০২২ ০৫:০৫

আপডেট:
২৩ জুলাই ২০২২ ০৫:২৬

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীতে ১০৩ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন: আরএমপি’র অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ২৮

গ্রেফতারকৃত আসামি মো: শামিনুল ইসলাম মদন (৩৮)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর পূর্বপাড়ার মৃত নব্বারের ছেলে।

আজ ২২ জুলাই ২০২২ রাত পোনে ১টায় (২১ জুলাই দিন গত রাত) উপ-পুলিশ কমিশনার জনাব মো: আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে এসআই মো: রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার শ্রীরামপুর নদীরধার এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক জন মাদক ব্যবসায়ী একটি বস্তা ফেলে পালিয়ে যায়।পলাতক মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

আরও পড়ুন: এবার প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে

পরবর্তীতে ডিবি পুলিশের ঐ টিম আজ সকাল সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করে আসামি মো: শামিনুর ইসলাম মদনকে তার নিজ বাড়ি সাহাপুর পূর্বপাড়া থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

আরপি/ এসএইচ


বিষয়: রাজশাহী


আপনার মূল্যবান মতামত দিন:

Top