ভোক্তা অধিকারের অভিযান
রাজশাহীতে দেশী বিদেশী ব্রান্ডের নকল কসমেটিকস জব্দ

রাজশাহীর নওদাপাড়া এলাকায় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী বিদেশী নকল কসমেটিকস ও পারফিউম জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার রাজশাহী জেলা।
অভিযানে নকল কসমেটিকস তৈরির দায়ে বিএসওয়াই কমসমেটিকস ও টয়লেট্রিজকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার রাজশাহী জেলা শাখার উপপরিচালক মো: মাসুম আলীর নেতৃত্বে এ অভিযান চলে।
তিনি জানান, নওদাপাড়ায় বিএসওয়াই কমসমেটিকস ও টয়লেট্রিজ নামে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিস জব্দ করা হয়েছে। এসব নকল প্রসাধনী সামগ্রী তৈরি ও সরবরাহ অভিযোগে মালিক মো: ইউসুফকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জব্দকৃত কসমেটিকস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কুমারিকা ব্রান্ডের মাথায় দেওয়া তেল, বিভিন্ন নামে বিদেশী ব্রান্ডের পারফিউম রয়েছে। পরে জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: