রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

নকল বৈদ্যুতিক তারের কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা


প্রকাশিত:
২৭ মে ২০২২ ০৯:৪৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২২:৩৪

ছবি: অভিযান

রাজশাহীর পুঠিয়ায় নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় এবি কেবলসকে নকল বৈদ্যুতিক তার তৈরী করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া এলাকায় ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

হাসান আল মারুফ জানান, র‍্যাব-৫ এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া এলাকায় এবি কেবলস ইন্ডাস্ট্রিজে অভিযান চালানো হয়। এসময় নকল বৈদ্যুতিক তার তৈরী করার অপরাধে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানকালে ওই কারখানা থেকে বিআরবি কেবলস এর ৩ হাজার গজ প্লাস্টিকের মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও পিতলের ফর্মা জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটি নামি-দামি বিভিন্ন কোম্পানির যেমন বিআরবি কেবলস, বিজলি কেবলস ইত্যাদি তার তৈরি করে সরবরাহ ও বিক্রি করে আসছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top