নগর পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ২৫
রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মঙ্গলবার (১৭ মে) আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, গত একদিনে নগরীতে পুলিশের পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি আরও বলেন, এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামী ও ১৫ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আরএমপির বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে মাদক মামলায় অভিযুক্তদের হেফাজত হতে মোট ৬৬ গ্রাম হেরোইন, ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আরপি/এসআর-০৪
আপনার মূল্যবান মতামত দিন: