রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

মুরগির খামারে জুয়া খেলা অবস্থায় আটক ৭


প্রকাশিত:
২৪ মার্চ ২০২২ ০৩:১৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৮:১৯

ছবি: আটককৃত আসামীরা

রাজশাহীতে মুরগির খামারে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) দিনগত রাত ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত জুয়াড়িদরা হলো : গিয়াস আলী (৩৫), খোকন আলী কুড়ান (৪০), আব্দুল্লাহ আল মামুন (৪০), আলাল উদ্দিন (৩৫), সানা (৪০), মিন্টু শাহ্ (৩৯) ও জারজিস আলী (৩৫)।

বুধবার (২৩ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম কাটাখালির হরিয়ান পূর্বপাড়া গ্রামে গিয়াসের মুরগির খামারে অভিযান চালায়। অভিযানকালে খামারের ভিতরে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।

 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top