বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের নামফলক উন্মোচন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নামের ফলক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার(২২ ফেব্রুয়ারি) বিকালে কাঠে খোদায় করা ফলকটির উন্মোচন করেন বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ।
উন্মোচনকালে বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ বলেন, দীর্ঘ এক মাস পর আমরা আবার সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি। আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন৷ সেই সাথে বৃহত্তাকারে বিভাগের নামের এই ফলকটি উন্মোচন করা হলো। এটা শুধু নামফলক না এটা আমাদের বিভাগের পরিচয়৷
তিনি আরো বলেন, বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি ফটোগ্যালারি তৈরী করা হয়েছে। আর ফলকটি বিভাগের সামনে ও ফটোগ্যালারির উপরে স্থাপন করা হয়েছে। ফলে এটির মাধ্যমে আমাদের বিভাগ ও ফটোগ্যালারিটি সহজে চেনা যাবে। গ্যালারিতে শিক্ষার্থীদের তোলা ছবি প্রদর্শিত হবে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের ছবি তোলার প্রতি আগ্রহ বাড়বে এবং তাদের ছবি তোলার দক্ষতা বৃদ্ধি হবে।
এ সময় বিভাগের প্রভাষক ছালমা জান্নাত, রমজান আলী, অধরা মাধুরী পরমা, উজ্জ্বল হোসেনসহ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরপি/এআর
আপনার মূল্যবান মতামত দিন: