জুয়ার আসর থেকে তাস ও নগদ অর্থসহ আটক পাঁচ

রাজশাহীতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে রাজশাহী মেট্রোপলিটনের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তাদের আটক করে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন আরএমপি মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস। আটককৃত জুযাড়িরা হলো: সাইদুর রহমান (৪২), ইব্রাহিম হোসেন (৪১), মাসুদ (৪২), মোস্তাকিন (৪০) ও রবিউল ইসলাম (৩৯)।
ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০ টার দিকে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি টিম নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে হাতেনাতে আটক করে।
এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় আরএমপি।
আরপি/এসআর-০৩
আপনার মূল্যবান মতামত দিন: