চারঘাটের ইউএনওর করোনা পজিটিভ

রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার সন্ধ্যায় তার করোনা শনাক্তের বিষয়টি জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও সৈয়দা সামিরা জানান, শনিবার নমুনা জমা দিলে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। রোববার সন্ধ্যায় করোনা পজিটিভের বিষয়টি জানতে পারি। এরপর নিজ বাসাতেই আইসোলেশনে আছি।
তিনি আরও বলেন, অন্য কোনো শারীরিক জটিলতা না থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। এসময় সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান তিনি। একইসাথে করোনা মোকাবিলায় সবাইকে সরকারি সিদ্ধান্ত ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান এই কর্মকর্তা।
আরপি/এসআর-০৬
বিষয়: ইউএনও করোনা পজিটিভ চারঘাট
আপনার মূল্যবান মতামত দিন: