রাজশাহী নগরীর বাতাস নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ট্যাটাস

রাজশাহী নগরীর বাতাসও মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ধিরে ধিরে। সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া তথ্য অনুযায়ী রাজশাহীর আবহাওয়াও অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে এমন কিছু তথ্য তুলে ধরেন।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এই সাংসদ লিখেছেন, অনেকটা অগচরেই যা আমাদেরকে অসুস্থ করে তুলছে, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আর চিকিৎসার জন্য অজস্র টাকা খরচ হচ্ছে।
বাংলাদেশের বিভাগীয় শহর গুলোর Air Quality Index . এটি বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইটের তথ্য যা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন। পরিস্থিতি সিলেট এবং চট্টগ্রাম ছাড়া সবখানেই ভয়াবহ। শীতকালে পরিস্থিতি আরও খারাপ হবে।
আমাদের দেশের শহরগুলোর এই মাত্রা বেজিং এবং দিল্লির চেয়েও বর্তমানে বেশী !!!
বিস্তারিত ওয়েবে...
https://case.doe.gov.bd/index.php?option=com_content&view=article&id=29&Itemid=7
আরপি/আআ
বিষয়: অস্বাস্থ্যকর বাতাস রাজশাহী নগরী
আপনার মূল্যবান মতামত দিন: