রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

নগরীতে রাজশাহী মুক্ত দিবস পালিত


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২১ ০৮:৪৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৪:০৯

ছবি: আলোচনা সভা

৫০ তম রাজশাহী মুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে এ দিবস পালন করা হয়। দিবসটি পালনে এদিন বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য মুক্তিযুদ্ধকালীন বাংলার কথা‘র কলম সৈনিক বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান।

এ সময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ২৬ নম্বর ওয়ার্ডের আহবায়ক মো. ইউসুফ, সদস্য রাকিবুল হাসান শুভ, আরিফুল ইসলাম, আইয়ুব আলী তালুকদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন হলেও তখনো রাজশাহী শত্রুমুক্ত হয় নি। ১৮ ডিসেম্বর রাজশাহীকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধাকালীন সাত নম্বর সেক্টরের লালগোলা সাব সেক্টর ৪-এর কমান্ডার মেজর গিয়াস উদ্দীন আহমেদ চৌধুরী, বীর বিক্রম রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা হাইস্কুল মাঠে মঞ্চে উঠে জাতীয় সংগীত পরিবেশনের পর আনুষ্ঠনিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করে রাজশাহীকে শত্রুমুক্ত ঘোষণা করেন। অপেক্ষার পর অর্জিত বিজয় অনেক আনন্দের।

তারা বলেন, বিশ্বব্যাপী সংকট চলছে। করোনার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ক্ষতিগ্রস্থ। তবে সংকট নিরসনে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ চেষ্টা শুধু তার একার হলে চলবে না। সংকট মোকাবেলায় দেশের জনগণকেই ঘুরে দাঁড়াতে হবে। বিজয়ের ৫০ বছরে দেশকে এগিয়ে নিতে প্রতিজ্ঞা করতে হবে জনগণকে।

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top