আরডিএ’র হিসাবরক্ষক রুস্তম আটক

প্লট দুর্নীতির মামলায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেপ্তার করা হয়েছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার বিকেলে তাকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান ফটকের সামনে থেকে গ্রেপ্তার করে।
দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তার নেতৃত্বে এবং দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালকের সার্বিক পরিচালনায় আরডিএ’র হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
আরপি/আআ
বিষয়: আরডিএ হিসাবরক্ষক রুস্তম আটক
আপনার মূল্যবান মতামত দিন: